মাদারীপুরে ইলিশ সম্পদ উন্নয়নে কর্মশালা

রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প আওতায় জেলা পর্যায়ে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (ডিসেম্বর-২) সকালে জেলা শিল্পকলা একাডেমি ভবনে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোঃ মাহাবুবুর রহমান ।

মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন,এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, মাদারীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদল, কর্মশালায় মৎস্য কর্মকর্তা, মৎস্যজীবী, সংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি প্রতিনিধি অংশগ্রহন করেন।