রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত জেল হত্যা দিবস

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে জেল হত্যা দিবস। গতকাল বুধবার (৩ নভেম্বর) সকালে মহানগরীর কাদিরগঞ্জে শহিদ কামারুজ্জামানের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন শহিদ কামরুজ্জামানের সুযোগ্য পুত্র ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় সিটি মেয়র বলেন, ৩ম্বর বাঙালি জাতির গভীর বেদনার দিন। জাতি দিনটিকে জেলহত্যা দিবস হিসেবে পালনের মাধ্যমে জাতীয় চার নেতাকে গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তার ঘনিষ্ঠ সহযোগী শহীদতাজউদ্দিন আহমদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী ও শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর নেতৃত্বে
জাতীয় চার নেতা স্বাধীনতা যুদ্ধে প্রধান ভূমিকায় থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন।
স্বাধীনতাবিরোধী জাতীয় শত্রু ও ঘাতকরা রক্তে অর্জিত বাঙালির রাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংসের
হীন উদ্দেশ্যেই দেশপ্রেমিকদের হত্যা করেছিল। কিন্তু দেশের মানুষ সব ষড়যন্ত্র ছিন্ন করে বঙ্গবন্ধুর
স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র পরিচালনার
দায়িত্ব অর্পণ করেছেন। দেশবাসীর সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধা, দারিদ্র্য
মুক্ত, তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার কাজ অব্যাহত রেখেছেন। এছাড়া জেলা আওয়ামী
লীগের অলোকার মোড়স্থ অস্থায়ী কার্যালয় থেকে জেল হত্যা দিবসের একটি শোক র‌্যালি নগরীর
গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নগরীর কাদিরগঞ্জস্থ জাতীয় চারনেতার অন্যতম শহীদ
এএইচএম কামারুজ্জামান হেনার মাজারে শ্রদ্ধা নিবেদন করে রাজশাহী জেলা আওয়ামী লীগ। এ
সময় উপস্থিত ছিলেন,রাজশাহী -৩ আসনের এমপি আয়েন উদ্দিন, জেলা আওয়ামীলীগের সহ-
সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু,
সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সামাদ,বরন্দ্রে বহুমুখী উন্নয়ন র্কতৃপক্ষ
চেয়ারম্যান বেগম আখতার জাহান প্রমুখ। এদিকে. রাজশাহীর বাগামরায় উপজেলা আওয়ামী
লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে বঙ্গবন্ধু
স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা অর্ধনমীত এবং কালো
পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার
মেয়র আব্দুল মালেক মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের
পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্মৃতি চারণমূলক বক্তব্য রাখেন, উপজেলা
আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ।#