আফ্রিদিকে ছাড়িয়ে চূড়ায় সাকিব

ডেস্ক রিপোর্ট

একেকটি ম্যাচ যাচ্ছে আর নতুন সব কীর্তি ধরা দিচ্ছে সাকিব আল হাসানের হাতে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসের সফলতম বোলার এখন বিশ্বকাপেও সবার ওপরে। শহিদ আফ্রিদিকে ছাড়িয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন বাঁহাতি এই স্পিনার।

শারজাহতে রোববার সুপার টুয়েলভের ম্যাচে পাথুম নিশানকাকে বোল্ড করে নতুন উচ্চতা স্পর্শ করেন সাকিব। সেই ওভারেই আভিশকা ফার্নান্দোকে বোল্ড করে নেন নিজের দ্বিতীয় উইকেট।

প্রাথমিক পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে গড়েন টি-টোয়েন্টির সফলতম বোলারের কীর্তি। পরে পাপুয়া নিউ গিনির বিপক্ষে সবশেষ ম্যাচে বিশ্বকাপে সর্বোচ্চ ৩৯ উইকেটের রেকর্ডে স্পর্শ করেন পাকিস্তানের লেগ স্পিনার আফ্রিদিকে।

এখন পর্যন্ত এই সংস্করণের বৈশ্বিক আসরের সবগুলোতে খেলা সাকিব রেকর্ডটি নিজের করে নিলেন ২৮ ইনিংসে। আফ্রিদি রেকর্ডটি গড়েছিলেন ৩৪ ইনিংসে।

শ্রীলঙ্কা ইনিংসের পঞ্চম ওভারে প্রথম বল হাতে পান সাকিব। সেই ওভারে দেন কেবল ৫ রান। নবম ওভারে ফিরে ১ রান দিয়ে উইকেট দুটি নেন তিনি।

বিশ্বকাপে সাকিবের উইকেট হলো ৪১টি। দেশের হয়ে টি-টোয়েন্টিতে এখন সাকিবের উইকেট ১১৭টি।