ভূঞাপুরে নামেই শতভাগ বিদ্যুতায়ন, বাস্তবে ভিন্ন চিত্র

মোঃ আল-আমিন শেখ টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- শতভাগ বিদ্যুতায়িত উপজেলা ভূঞাপুরে শুধু নামমাত্র শতভাগ বিদ্যুতায়ন। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। মেঘের বর্জনের মতো কখনো কখনো দেখা যাচ্ছে মিসকলের আদলের লোডশেডিং।

সরকারের শতভাগ বিদ্যুতায়নকে কলঙ্কিত করতেই বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীরা নানা অজুহাতেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বন্ধ রাখছেন বলে অভিযোগ করেছেন উপজেলার বিদ্যুৎ গ্রাহকরা।

গ্রাহকরা অভিযোগ করে বলেন, দিনের বেলা ঘন্টার ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকলেও রাতে একই পরিস্থিতি বিরাজ করে। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এছাড়াও খাম্বা বাণিজ্য, মিটার না দেখেই বিল ধরিয়ে দেয়া, রিডিং না দেখেই বিল তৈরি এরকম হাজারো ঘটনা ঘটেছে ভূঞাপুরে। ভূঞাপুর বিদ্যুৎ অফিসের এমন কার্যকলাপ দীর্ঘদিন ধরে চললেও এর কোন প্রতিকার হচ্ছে না।

তারা আরো বলেন, দিনের বেলায়তও বিদ্যুৎ থাকেনা বলেই চলে। শুক্রবার মধ্যরাতে দুইবার দুই ঘন্টা করে বিদ্যুৎ ছিলোনা। গরমে ছটফট করেছি। সারারাত ঘুমাতে পারিনি। অথচ মিটারের রিডিংয়ের চেয়েও বেশি বিল করে। এটা দেখার কেউ নেই। ইচ্ছেমত যা খুশি তাই করে যাচ্ছে ভূঞাপুর বিদ্যুৎ অফিস।

এ বিষয়ে ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান ভূঁইয়া বলেন, গতকাল শুক্রবার (৩ সেপ্টেম্বর) টাঙ্গাইল গ্রীড থেকেই লোডশেডিং ছিলো। অনেক সময় ছোটখাট কাজ থাকলে বিদ্যুৎ বন্ধ রাখতে হয়।