রাস্তার জরাজীর্ণতায় জর্জরিত গ্রাম বাসী।

শামীম হায়দার বাঘার পাড়া প্রতিনিধি: রাস্তা ও কালভার্টের বেহাল দশায় পাইক পাড়া গ্রামের গ্রাম বাসী। যশোর জেলার বাঘার পাড়া থানার পাইক পাড়া গ্রামের এই রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ৯০দশকের তৈরি করা ইটের রাস্তাটি তৈরি করেছিলেন যশোর ৪ আসনের এম পি এম এম আমিন উদ্দিন। তারপর থেকে আজও সংস্কার বা তৈরি করা হয় নি পিচ ঢালা সড়ক।পাইক পাড়া গ্রামে ৯৫% মানুষ শিক্ষিত ও চাকুরীজীবি।কিন্তুু প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে গ্রামবাসী।ছোট বড় দূর্ঘটনা ঘটছে প্রতিদিনই।রাস্তা সংস্কারের ব্যাপারে উপজেলা চেয়ারম্যান জনাব কাজল সাহেবকে জানালে তিনি বলেন রাস্তা তৈরি বা মেরামতের কোন আদেশ পাইনি।৭নং দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বাবলু ও ২নং ওয়ার্ডের মেম্বার শিপনুজ্জামান সহ উচ্চ পদস্থ কোন কর্মকর্তা সঠিক ব্যাবস্হা নিতে পারে নি।সরকার থেকে নাকি কোন অনুদানের ব্যাবস্হা নাই।বর্তমান যশোর ৪আসানের বারবার নির্বাচিত এম পি বাবু রণজিৎ রায়ের কাছে রাস্তার ব্যাপারে জানালেও আজও কোন সুরাহ মেলেনি। লোক মুখে শোনা যায় কয়েক বছর আগে ও নাকি এই গ্রামে ৬মাস কোন বিয়ে হতো না কাদার জন্য। এখন গ্রামের মানুষের সপ্ন একটি চলাচল উপযোগী রাস্তার।অধির আগ্রহী গ্রামের সাধারণ জনগন।