মোঃ মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার :

মাদ্রাসা শিক্ষার গতিধারা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য–
★ গত পাঁচ বছরের মাদরাসা শিক্ষার্থীদের পরিসংখ্যান —
# রেজাল্ট খারাপ
# শিক্ষার্থী আশংকাজনকভাবে কমে যাচ্ছে।
# যোগ্য আলেম তৈরী হচ্ছে না।
# মেধাবীদের অধিকাংশই জেনারেলমুখী।

★ গুরুত্বপূর্ণ কিছু পর্যালোচনা-
# ২০১৯ সালে দাখিল পরিক্ষার্থী ছিলো ৩০৬৭৮০ জন। ২০২১ সালে ঐ ব্যাচ থেকে আলিম দিয়েছে ১১৩১৪৪ জন। এই ব্যাচ থেকে ঝরে পড়েছে বা মাদ্রাসা শিক্ষা বাদ দিয়েছে ১৯৩৬৩৬ জন।
# ২০২০ সালের দাখিল ব্যাচ থেকে ঝরে পড়েছে বা মাদ্রাসা শিক্ষা বাদ দিয়েছে ১৮৬৪৯১ জন।
# ২০২১ সালের দাখিল ব্যাচ থেকে ঝরে পড়েছে বা মাদ্রাসা শিক্ষা বাদ দিয়েছে ১৯৪৫৩৮ জন।

★ গত পাঁচ বছরের দাখিল পরিক্ষার পরিসংখ্যান —

# ২০২৩ সালে মোট পরীক্ষার্থী ২১২৯৬৪ জন। পাসের হার ৭৪.৭০ জিপিএ-5 ৬২১৩ জন।
# ২০২২ সালে মোট পরীক্ষার্থী ২৬০১৩২ জন। পাসের হার ৮২.২২ জিপিএ-5 ১৫৪৫৭ জন।
# ২০২১ সালে মোট পরীক্ষার্থী ২৯২৫৬৯ জন। পাসের হার ৯৩.৩৩ জিপিএ-5 ১৪৩১৩ জন।
# ২০২০ সালে মোট পরীক্ষার্থী ২৮১৩৫৪ জন। পাসের হার ৮২.৫১ জিপিএ-5 ৭৫১৬ জন।
# ২০১৯ সালে মোট পরীক্ষার্থী ৩০৬৭৮০ জন, পাসের হার ৮৩.০৫ জিপিএ-5 ৬২৮৭ জন।

★ গুরুত্বপূর্ণ কিছু পর্যালোচনা-
# ২০২৩ সালের দাখিল পরিক্ষায় ৪১ টি মাদ্রাসা থেকে কোন শিক্ষার্থী পাশ করেনি।
# এসএসসির চেয়ে দাখিলের শিক্ষার্থীদের বেশি বিষয়ে পরীক্ষা দিতে হয়।
# ২০১৯ সাল থেকে ২০২৩ সাল এই ৫ বছরে শিক্ষার্থী কমেছে প্রায় ৯০ হাজার।।

তথ্য সূত্র:- বাংলাদেশ মাদ্রাসা ছাত্রকল্যাণ পরিষদ।

তাই সময়ের দাবী, যদি এখনই মাদরাসা শিক্ষা ব্যবস্থার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রদক্ষেপ নেয়া না হয়, তাহলে মাদরাসা শিক্ষা ব্যবস্থা হুমকির সম্মুখীন হবে। যাহা সকলের জন্যই অমঙ্গল।