৫ লক্ষাধিক দ্বৈত ভোটার বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশে দ্বৈত ভোটারের সংখ্যা প্রায় ৫ লাখ ৩০ হাজার। ৬ লাখের বেশি ভোটারের একের সঙ্গে অন্যের তথ্যে মিল আছে। এ অবস্থায় যারা দুবার ভোটার হয়েছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর সঙ্গে নির্বাচন কমিশনের কেউ জড়িত থাকলেও ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী।

সম্প্রতি নির্বাচন কমিশনের এক সভায় জানানো হয়েছে, এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দেশে দ্বৈত ভোটার ৫ লাখ ২৯ হাজার ৮০৬ জন এবং ৬ লাখ ৩৮ হাজার ১৩৯ ভোটারের একজনের সঙ্গে অন্যের তথ্যে সাদৃশ্য আছে। এক্ষেত্রে সংকট কাটিয়ে উঠতে আইন সংস্কারের সুপারিশও পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

উল্লেখ্য যে, পূর্বে অভিযুক্ত ১ হাজার ৫৭ জনের মধ্যে ৫৫৬ দ্বৈত ভোটারের নামে মামলা হয়েছে। এক্ষেত্রে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে আরও ৫২৭ জনের বিরুদ্ধে। সবশেষ তালিকায় বাংলাদেশে ভোটারের সংখ্যা ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন।