৩ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত, হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ

করোনা ভাইরাস(কভিড-১৯) সংক্রমণের শঙ্কায় নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। এ হাসপাতালের তিন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

গত ৩০ মার্চ নারায়ণগঞ্জ বন্দরের রসুলবাগ এলাকার এক নারী করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি এ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন। এর জেরে এ হাসপাতালের জরুরি বিভাগের কয়েকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার রাতে তিন স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়। এর পরপরই হাসপাতালের জরুরি বিভাগ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। তবে চালু থাকছে হাসপাতালের বর্হিবিভাগ ও অন্যান্য সেবা।


জীবানুমুক্ত করার পর ফের খুলে দেয়া হতে পারে জরুরি বিভাগ। এর মধ্যে রোগীদের বিকল্প হিসেবে শহরের খানপুরের ৩শ’ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন সিভিল সার্জন। নারায়ণগঞ্জে মৃত এ নারীর সংস্পর্শে আসা ৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়, যাদের মধ্যে ২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন।