২০২০-২১ মাড়াই মৌসুমে ১০৪ কোটি টাকা লাভ করেছে কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিঃ

এইচ এম হাকিম, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ চিনিও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন কেরু এ্যান্ড কোম্পানি (বাংলাদেশ)লিঃ।এই প্রতিষ্ঠানটি সর্বকালের রেকর্ড ভেঙে ২০২০-২১ মাড়াই মৌসুমে ১০৪ কোটি টাকা লাভ করেছেন বলে ব্যবস্হাপনা কর্তৃপক্ষ সুত্রে জানাযায়। এর প্রধান কারণ ব্যবস্হাপনা পরিচালক মোঃআবু-সাঈদ কেরু,তে যোগদান করার পর প্রশাসনের যোগ্য কর্মকর্তাদের যোগ্য অবস্থানে দিয়ে দিকনির্দেশনা দিয়েছেন ব্যবস্হাপনা পরিচালক মোঃআবু-সাঈদ নিজেই।যায় কারনে উক্ত মাড়াই মৌসুমে কোন ব্রেকডাউন ও নোকেনের মতো ঘটনা ঘটেনি।

ব্যবস্হাপনা পরিচালক মোঃ আবু সাঈদ কে সব সময় সহযোগিতা করেছেন জিএম (প্রশাসন) শেখ শাহাবুদ্দীন, জি,এম (কৃষি) গিয়াসউদ্দিন, জি,এম (ডিস্টিলারি) ফিদা হাসান বাদশা,জিএম(কারখানা) সুমন কুমার শাহ্, জিএম (অর্থ)রাব্বিক হাসান, উপ-ব্যবস্হাপক(পরিঃপ্রকৌ)আবু-সাঈদ,উপ-ব্যবস্হাপক (পারসোনাল) আবু-ফাত্তাহ্, উপ-ব্যবস্হাপক(প্রশাসন) মাসুদ রেজা,উপ-ব্যবস্হাপক(ডিস্টিলারি) রাজীব উল হাসান,উপ-ব্যবস্হাপক(ডিষ্টিলারি + ঔষধ কারখানা হেন্ডসেনিটাইজার) আল-আমীন সহ আরো অনেক যোগ্য অফিসার ।এত্র এলাকার আমজনতা মনে করেন এই রকম সৎ এবং পারিশ্রমি কর্মকর্তা কেরু,তে থাকলে কোম্পানিকে আরো লাভবান করা যেমন  সম্ভব।

ঠিক তেমনি এই কেরু এন্ড কোম্পানি লিমিটেডের কারনে চুয়াডাঙ্গা জেলার দর্শনাকে মর্যাদার সাথে উপস্থাপন করাও সম্ভব হবে।