১৬ ডিসেম্বরের নতুন টেলিফিল্মে শবনম ফারিয়া

বিনোদন প্রতিবেদক

মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ হলো টেলিফিল্ম। যে টেলিফিল্মটির জন্য দরকার হয়েছে ট্রেন ও রেলের শহর। কারণ এখানে পুরো কাজটির দৃশ্য ধারণ করা হয়েছে।

মুক্তিযুদ্ধের খুবই রোমহর্ষক ঘটনা নিয়ে নির্মিত এই টেলিফিল্মটির নাম ‘শ্বাপদ’। আর এই টেলিফিল্মকে বাস্তবে চিত্রিত করার জন্য শুটিংএর ঢাকা থেকে ৩৫০ কিলোমিটার দূরের রেলের শহর পার্বতীপুর ও সৈয়দপুরকে বেছে নেওয়া হয়। টানা ৩ দিন সেখানে শুটিং করা হয়। এটির চিত্রনাট্য লিখেছেন মাসুম আর পরিচালনা করেছেন শাহরীয়ার। টেলিফিল্মটি প্রযোজনা করেছেন পিকলু চৌধুরী।

এই টেলিফিল্মটিতে অভিনয় করতেই ফারিয়া চলে গেছেন পার্বতীপুর ও সৈয়দপুরে। এতে আরও অভিনয় করেছেন এফ এস নাইম, তারিক আনাম খান, শম্পা রেজা, শতাব্দি ওয়াদুদ, আবুল কালাম আজাদ সেতু, রওনক রিপনসহ অনেকেই। তারাও গেছেন এই দুই শহরে।