‘১৫ আগস্ট ও ৩রা নভেম্বরের হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ডের মুখোশ উম্মোচন করতে হবে’

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ১৫ আগস্ট, ৩রা নভেম্বর ও ২১ আগস্ট হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। এসব হত্যাকাণ্ডে জড়িতদের মূল লক্ষ্যই ছিল স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা। সেই হত্যার মাস্টারমাইন্ড নাটের গুরু যারা তাদের মুখোশ উন্মোচন করে জাতির সামনে তুলে ধরতে হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণতন্ত্রিক ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।

এ সময় কমিশন গঠনের মাধ্যমে সব হত্যাকাণ্ডের মুখোশ উন্মোচনের দাবিও জানান তিনি।

গণতান্ত্রিক ফাউন্ডেশনের সভাপতি কামাল হোসেন মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ। এছাড়া মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, এডভোকেট ফুরকান মিয়া, সাবেক ছাত্রনেতা সাংবাদিক মানিক লাল ঘোষ ও সুজন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।