১৪ দল ও যুক্তফ্রন্টের কে কোন আসনে নৌকা পেলেন

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের শরিক ১৪ দল ও যুক্তফ্রন্টের প্রার্থীদের বেশ কয়েকটি আসনে নৌকা প্রতীকে প্রার্থী করা হয়েছে। আজ শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে চিঠি দেওয়ার মাধ্যমে এ বিষয়টি জানানো হয়।

যুক্তফ্রন্ট থেকে তিনটি আসনে নৌকা প্রতীক প্রাপ্তরা হলেন মুন্সিগঞ্জ-১ আসনে মাহী বি. চৌধুরী, লক্ষ্মীপুর-৪ মেজর (অব.) আব্দুল মান্নান ও মৌলভীবাজার-২ এম এম শাহীন।

ওয়াকার্স পার্টি থেকে মনোনয়ন প্রাপ্তরা হলেন, ঢাকা-৮ রাশেদ খান মেনন, ঠাকুরগাঁও-৩ মো. ইয়াসিন আলী, রাজশাহী-২ ফজলে হোসেন বাদশা, সাতক্ষীরা-১ মুস্তফা লুতফুল্লাহ ও বরিশাল-৩ টিপু সুলতান।

জাসদ (ইনু) থেকে বগুড়া-৪ এ কে এম রেজাউল করিম তানসেন, কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, ফেনী-১ বেগম শিরীন আখতার এবং জাসদ (বাদল-আম্বিয়া) থেকে চট্টগ্রাম-৮ মইন উদ্দিন খান বাদল মনোনয়ন পেয়েছেন।

বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে চট্টগ্রাম-২ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও লক্ষ্মীপুর-১ আনোয়ার হোসেন খান এবং জাতীয় পার্টি (জেপি) পিরোজপুর-২ আনোয়ার হোসেন মঞ্জু ও কুড়িগ্রাম-৪ আসনে রুহুল আমিন মনোনয়ন পেয়েছেন।