১৩ দফা দাবি আদায়ে কয়রায় হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল ও গণঅবস্থান কর্মসূচি পালিত

নিতিশ সানা, কয়রা (খুলনা)প্রতিনিধিঃমুরাদনগর পার্বতীপুরে হামলার প্রতিবাদ,কথিত ধর্ম অবমাননার দায়ে হামলা, অধ্যাপক কুশল চক্রবর্তী কে হত্যার হুমকি,ছাত্রদের ছাত্রত্ব বাতিল করা, জগন্নাথের ছাত্রী তিথি সরকারের সন্ধান,শহিদ উন নবি কে পিটিয়ে পুড়িয়ে হত্যার বিচার, সংখ্যালঘু ছাত্রদের বিরুদ্ধে শোকজ নোটিশ প্রত্যাহার, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘুদের ওপর হামলাসহ ১৩ দফা দাবি আদায়ের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে কয়রা উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও গণঅবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ৭ নভেম্বর শনিবার সকাল দশটায় উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি ইউপি চেয়ারম্যান বিজয় কুমার সরদারের সভাপতিত্বে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ধীরাজ রায়ের সঞ্চালনায় উপজেলা সদরের তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত গন অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি অ্যাড অম্বিকা চরণ সানা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম, অধ্যাপক আশুতোষ রায়, অরবিন্দ কুমার মন্ডল, সাংবাদিক শফিকুল ইসলাম, রবিউল ইসলাম রবিন, ইমতিয়াজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সুজয় মিস্ত্রি, উজ্জল মন্ডল প্রমুখ। কর্মসূচিতে কয়রা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, মতুয়া ভক্ত পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।