১০৮ কোটি টাকা খরচ করে ১ কোটি কৃষককে দেয়া হবে স্মার্ট কৃষি কার্ড

নিজস্ব প্রতিবেদক

স্মার্ট কৃষি কার্ড পাচ্ছেন ১ কোটি ৯ লাখ কৃষক। এই উদ্যোগ বাস্তবায়ন হলে প্রকৃত ব্যক্তিকে প্রণোদনার আওতায় আনা সম্ভব হবে। একই সাথে কোন কৃষক কী ধরনের ফসল ফলান তাও তদারকি করতে পারবে সরকার। সে অনুযায়ী মিলবে কৃষি সেবাও।

এ সংক্রান্ত প্রায় ১০৮ কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেকের সভায়। প্রথম দফায় প্রকল্পটি বাস্তবায়ন হবে ৯টি জেলায়।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে একনেক বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনা কমিশন জানায়, কৃষকের জমি কতটুকু এবং তিনি কত টাকা ঋণ বা প্রণোদনা পেতে পারেন সব তথ্য থাকবে ডিজিটাল প্ল্যাটফর্মে।

মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করে সিস্টেমে ইনপুট দিতে পারবেন কৃষি কর্মকর্তাও। এর ফলে প্রতি বছর কৃষককে লাভজনক ফসল চাষ নিয়ে পরামর্শ দেয়া যাবে।

এর বাইরে ১০টি শহরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় ৫৬০ কোটি টাকার প্রকল্প নিয়েও আলোচনা চলছে একনেক সভায়। যেখানে মূল অর্থায়ন করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি।