‘হ্যালো ওসি’ একটি ব্যতিক্রমি উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : নাগরিকদের সমস্যার সমাধানে তাদের কাছে সরাসরি যাওয়ার যে কার্যক্রম শুরু করেছিলেন চট্টগ্রামের কোতোয়ালির ওসি মোহাম্মদ মহসিন, তা এবার পুরো বন্দর নগরীতে বিস্তৃত হচ্ছে।

বুধবার সিএমপি কমিশনার মাহবুবর রহমান নগরীর ১৬ থানার সব ওসিকে ‘হ্যালো ওসি’ কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছেন।

সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমানোর উদ্যোগ নিয়ে ওসি মহসিন কোতোয়ালিতে ‘হ্যালো ওসি’ বুথ তৈরি করেন। সেখানে এলাকার মানুষের নানা সমস্যার কথা শুনে তা সমাধানের উদ্যোগ নেন।

গত ১০ জুলাই নগরীর ‘মাদক স্পট’ খ্যাত চৌদ্দ জামতলা বস্তিতে হাজির হয়েছিলেন ওসি মহসিন। ওই এলাকার মানুষ ওসিকে বলেন তাদের অভিযোগের কথা।

ওসি মহসিনের শুরু করা এ উদ্যোগ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর নগরজুড়ে প্রশংসা পায়।

বুধবার নগর পুলিশের মাসিক অপরাধ সভায় বিষয়টি আলোচনায় আনেন সিএমপি কমিশনার মাহবুবর রহমান।

ওসি মহসিনকে ধন্যবাদ জানয়ে নগরীর অন্যান্য থানার ওসিদেরও তার মতো করে প্রত্যন্ত এলাকাগুলোতে গিয়ে সাধারণ লোকজনের সঙ্গে কথা বলার পাশাপাশি সমস্যা সমাধানের নির্দেশনা দেন তিনি।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) আবু বক্কর সিদ্দিক দৈনিক এই আমার দেশকে জানান, নগরীর ১৬ থানার ‘হ্যালো ওসি’ বুথ স্থাপন করে স্ব-স্ব ওসিরা কার্যক্রম পরিচালনা করবেন।

তিনি বলেন, “রিমোট এলাকায় কিংবা যেসব এলাকার লোকজন থানায় আসতে পারে না, সেসব এলাকায় গিয়ে ওসিরা জনগণের সাথে কথা বলবেন। তাদের কথা শুনে সমাধান করার চেষ্টা করবেন।”

প্রতি থানায় মাসে অন্তত দুই বার করে এ কার্যক্রম পরিচালনা করার জন্য সিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন বলে জানান আবু বক্কর।