হাতীবান্ধায় প্রাচীরের সীমানাকে কেন্দ্র করে শিক্ষকে মারধর

মোস্তাফিজুর রহমান লালমনিরহাট জেলা প্রতিনিধিঃলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সীমানা প্রাচীরের দেয়াল নির্মাণ করাকে কেন্দ্র করে আতাউর রহমান খন্দকার বাদশা (৪০) নামে এক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ওই শিক্ষক বর্তমানে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।এ ঘটনায় গত মঙ্গলবার (১৭ মার্চ) আহত শিক্ষকের ভাই আতিয়ার রহমান (৩৫) বাদী হয়ে ৫ জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে গত সোমবার (১৬ মার্চ) উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পূর্ব-সিন্দুর্না গ্রামে এ ঘটনাটি ঘটে।আহত শিক্ষক উপজেলার পূর্ব-সিন্দুর্না গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। এছাড়া তিনি উপজেলার লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।অভিযুক্তরা হলেন, উপজেলার একই গ্রামের মৃত পান মাহমুদের ছেলে শাজাহান আলী (৬০) ও শাজাহানের ছেলে মকছেদুর রহমান দবি(৪০), মতিয়ার রহমান পিপুল(৩৫), মিজানুর রহমান লাবু (৩০) এবং মাইদুল ইসলাম মিঠুল(২৫)। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ সকালে শিক্ষক বাদশা রাজ মিস্ত্রী দিয়ে পৈত্রিক ভিটা- বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। এ সময় অভিযুক্ত শাজাহানসহ আরও ৪জন সেখানে এসে প্রাচীর নির্মাণে বাধা দেয়। এ সময় তাদের বাকবিতণ্ডা লাগে। এর এক পর্যায়ে অভিযুক্তরা ওই শিক্ষকের উপর হামলা চালায় এবং বেধড়ক মারধর শুরু করে। এ সময় ওই শিক্ষক গুরুত্বও আহত হন। সেখানে উপস্থিত রাজ মিস্ত্রীরা ওই শিক্ষককে দ্রুত উদ্ধার উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে যান।এ বিষয়ে অভিযুক্ত জানান, এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)তদন্ত নজির হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।