হাজী জয়নাল মুন্সীর কবিতা বাংলার মাটি দুঃখে বলে

হাজী জয়নাল মুন্সী

বাংলার মাটি দুঃখে বলে

হাজী জয়নাল মুন্সী

এমন একজন জ্ঞানী মানুষ, দেওনা খুঁজিয়া
সে আমাকে ভালোবেসে, রাখবে ধরিয়া।
সোনার বাংলা নামটি আমার, রাখবে ধরিয়া।
সোনার বাংলা নামটি আমার, ডাকে সর্বদেশ
রাজনীতির প্রতিহিংসায়, করছে আমায় শেষ।
আমার ভিতর ঢুকছে কিছু, বানর হুনুমান
খামছি মেরে, লুটে নিয়ে, করছে বলি দান।
দুর্নীতিতে ভরে গেছে, আমার অঙ্গখানি
দেশের জন্য কেউ ভাবেনা, হলাম কলঙ্কিনি
কত রংয়ের খুন খারাপি, হচ্ছে আমার বুকে
কি যে করি ,কি করিবো, থাকি মনের দুঃখে।
ইমান আমল ঠিক রাখিয়া,যদি করে কাজ
বিশ্বের মাঝে বাংলার মাটি, হইবে মাথার তাজ।