হাইব্রীড মুক্ত আওয়ামী লীগ গঠন বাস্তবায়ন পরিষদের সংবাদ সম্মেলন

দৈনিক এই আমারদেশ ডেস্কঃ

যারা মহান মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়িয়ে পাকিস্থানী হানাদার বাহিনীর দোসর হিসেবে বাঙ্গালী জাতি নিধনে অগ্নী সংযোগ, লুণ্ঠন, ধর্ষণ ইত্যাদি ন্যাক্কার জনক কাজে পাকিস্থানী বাহিনীকে নানা ভাবে সহায়তা করেছে, তারা আজ তাদের চেহারা পাল্টে স্বাধীনতার স্বপক্ষের দলে নাম লেখাতে সক্ষম হয়েছে।

যখন দেখি ৭১ এর পরাজিত শক্তি রাজাকার, আলবদর, আলশামস, শান্তি কিমিটর কুলাঙ্গার সন্তানদের গাড়িতে শহীদের রক্তে ভেজা পতাকা, যখন দেখি রাজারকার পরিবারের সন্তানরা এ দেশের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারি সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপুর্ণ পদে আসিন হয়েছেন, তখন ৩০ লাখ শহীদের আত্মা আর্তনাদ করে।

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে রাজাকার ও অনুপ্রবেশকারি হাইব্রীড মুক্ত আওয়ামী লীগ গঠন বাস্তবায়ন পরিষদ নামের একটি সংগঠন।

শনিবার দুপুরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে সংগঠনটির আহবায়ক আঃ লতিফ এর সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন রাজাকার ও অুপ্রবেশকারি হাইব্রীড মুক্ত আওয়ামী লীগ গঠন বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে গাংনী উপজেলায় এই প্রথম আত্নপ্রকাশ করল সংগঠনটি।

সংগঠনটির দাবী স্বাধীনতা বিরোধী শক্তি, অনুপ্রবেশকারি, হাইব্রীডদের সন্তানদের আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী অংগসংগঠনের নেতৃত্ব বাতিল করতে হবে এবং মক্তিযুদ্ধের চেতনায় সংগঠন গড়ে তুলে স্বাধীনতার প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং লালনকারি বাঙ্গালীকে পাশে দাঁড়ানোর আহবান জানান সংগঠনটি।

সংবাদ সম্মেলনে মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াশিম সাজ্জাদ লিখন,উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা পরিষদেও সদস্য মজিরুল ইসলাম, পৌর কৃষকলীগের সভাপতি বদরূল আলম বুদু, সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন,আব্দুল আলিম এসময় উপস্থিত ছিলেন।