হরিণাকুন্ডে নৌকা উল্টে চেয়ারম্যান হলেন এমপি সমি সিদ্দিকীর পিএস কামাল

স্টাফ রিপোর্টার

৫ম ধাপে ঝিনাইদহের শৈলকুপার ১২টি ও হরিণাকুণ্ডুর ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলো আজ।

হরিণাকুণ্ডুর ৮ নং চাঁদপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সাংসদ তাহজীব আলম সিদ্দিকী সমির ব্যক্তিগত সহকারী কামাল হোসেন। নৌকা না পেয়ে তিনি তিনি বিদ্রোহী প্রার্থী হোন। এই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পান প্রবীণ আওয়ামী লীগ নেতা অ্যাডঃ আজিজুর রহমান লস্কার।

নির্বাচনের আগের দিন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী কামাল হোসেনের সমর্থকদের মধ্যে ছিল টান টান উত্তেজনা। ঘটেছে সংঘর্ষ। তবে শেষ পর্যন্ত নৌকা উল্টে দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ সদরের এমপি সমি সিদ্দকীর পিএস কামাল হোসেন।

চাঁদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডঃ আজিজুর রহমান লস্কারের নৌকা মার্কার প্রচারণায় অংশ নিয়েছেন খোদ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একাধিক নেতা।
পরাজিত চেয়ারম্যানের ঘনিষ্টরা বলছেন, কিন্তু অগাধ টাকা ও এমপির পাওয়ারের কাছে পরাজিত হয়েছে নৌকা।

৪র্থ ধাপের নির্বাচনে সদর উপজেলা ও ৫ম ধাপের নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী অনেক প্রার্থীর পক্ষেই এমপি তাহজীব আলম সিদ্দিকী সমির সরাসরি সহযোগিতা রয়েছে বলে আলোচনা সমালোচনা চলছে জেলা জুড়ে।