হবিগঞ্জে হাতি দিয়ে চাঁদাবাজি অতিষ্ঠ ব্যবসায়ীরা।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে হাতি দিয়ে চলছে চাঁদাবাজি বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান থেকে চাঁদা তুলছেন হাতি মাহুত নজরুল সরেজমিনে দেখা গেছে, শনিবার (২৩-অক্টোবর) দুপুরে নতুন ব্রীজ এলাকার বিভিন্ন  ব্যবসা প্রতিষ্ঠান থেকে হাতির মাধ্যমে ১০ থেকে ৫০ টাকা করে

চাঁদা আদায় করছেন হাতি মাহুত সিলেট জেলার নজরুল ঘুরে-ঘুরে প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এই চাঁদা তুলছেন। কোনো ব্যবসাপ্রতিষ্ঠান থেকে যদি চাঁদার টাকা না দেয় অথবা কম দেয়, সেখানে হাতি দাঁড় করিয়ে রাখা হয় তাই ব্যবসায়ীরা ধার্যকৃত চাঁদা দিতে বাধ্য হন।

নতুনব্রীজ এলাকার ব্যবসায়ী তোফায়েল আহমদ বলেন, প্রতিসপ্তাহে হাতি নিয়ে দোকানে দোকানে চাঁদাবাজি করে গত সপ্তাহেও হাতি নিয়ে এই এলাকার প্রতিটি দোকানে চাঁদাবাজি করছে।

হাতি দিয়ে চাঁদাবাজির কথা স্বীকার করে মালিক নজরুল বলেন, বিভিন্ন এলাকা থেকে খাবারের জন্য কিছু টাকা নেয়া হয় তবে টাকা নেয়ার সময় কাউকে জোর করা হয় না লোকজন স্বেচ্ছায় যা দেয়, তাই নেয়া হয়
এ বিষয় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক মুঠোফোনে বলেন, হাতি দিয়ে টাকা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।