হজ শেষে দেশে ফিরেছেন ১,১৭৪ জন হাজি

হজের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশি হাজিরা সৌদি আরব থেকে দেশে ফেরা শুরু করেছেন। ডেডিকেটেড হজ ফ্লাইট ছাড়াও নিয়মিত কর্মাশিয়াল ফ্লাইটেও অনেক হাজি দেশে ফিরছেন। বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত ২টা পর্যন্ত দেশে ফিরেছেন মোট ১ হাজার ১৭৪ জন হাজি।

সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ কথা জানায় অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউন।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চলমান মৌসুমের প্রথম ডেডিকেটেড ফিরতি হজ ফ্লাইট বিজি-৩৫০২ ঢাকায় পৌঁছেছে। ৪১৬ জন হাজি নিয়ে ফ্লাইটটি সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১টায় জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

পরবর্তীতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফ্লাইটটি হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান ফুল দিয়ে হাজিদের বরণ করে নেন।

করোনাভাইরাসের প্রকোপের কারণে গত দুই বছর বাংলাদেশ থেকে কেউ হজ পালন করতে যেতে পারেননি। তবে এ বছর কোভিডের প্রাদুর্ভাব কমে আসায় সৌদি আরব দেশভিত্তিক কোটা নির্ধারণ করে দেয়।

সেই হিসেবে এ বছর বাংলাদেশ থেকে প্রথম দফায় ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় কর্তৃপক্ষ অতিরিক্ত ২ হাজার ৪১৫ জন হাজিকে পাঠানোর কোটা মঞ্জুর করে।

ADVERTISEMENT

dt-ad
হজ ব্যবস্থপনার সদস্যসহ সর্বমোট ৬০ হাজার ১৪৬ জন পবিত্র এই ইবাদত পালনে ১৬৫টি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার সুযোগ পান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সাউদিয়ায় ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী বহন করেছে।

গত ৫ জুন বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়। গত ৫ জুলাই ঢাকা থেকে সর্বশেষ হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেয়।

এ বছর সৌদি আরবে হজ করতে গিয়ে মোট ১৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৫ জন নারী।