স্পেনে বায়তুল মোকাররম মসজিদের সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক : স্পেনের বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিস এলাকার বায়তুল মোকাররম মসজিদে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদ্রিদ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতি ছিলেন।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম আলী ও সাধারণ সম্পাদক আল আমিন মিয়ার যৌথ সঞ্চালনায় শুরুতে কুরআন তিলাওয়াত করেন মসজিদের খতিব মাওলানা হাসান বিন মোহাম্মদ উল্লাহ। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, কমিউনিটি ব্যক্তিত্ব মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, নুর হোসেন পাটোয়ারি, মো. দুলাল সাফা, মিল্টন ভূঁইয়া কচি, মো. ফজলে এলাহি, এইচ এম মাসুদুর রহমান, আব্দুল আওয়াল খান, আমিনুর রশিদ রাজু, সাইফুল মুন্সি ইকবাল প্রমুখ।

উক্ত সভায় অন্যান্য নেতাদের মধ্যে শাহ আলম, ওয়াসীম রানা, আবু জাফর রাসেল, মোহাম্মদ পিন্টু, জালাল হোসেন, আবু বক্কর সহ স্থানীয় মুসল্লীয়ানে কেরাম উপস্থিত ছিলেন।

সভায় সবার সর্বসম্মতিতে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, মাদ্রাসার জন্য দোকান কোঠা ক্রয় এবং মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে হজ উমরাহ পোগ্রাম চালু।

মসজিদ ও মাদ্রাসা রক্ষণাবেক্ষণের জন্য পরিচালনা কমিটি কমিউনিটির শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।