স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ৬

এই আমার দেশ ডেস্ক

আফ্রিকান নেশন্স কাপের ম্যাচকে কেন্দ্র করে ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্টেডিয়ামে স্বাগতিক দেশের খেলা দেখতে গিয়ে এ ঘটনা ঘটে।

ইয়াউন্ডের ফুটবল স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ছিল ৬০ হাজার। কিন্তু কোভিড মহামারির কারণে স্টেডিয়ামের ধারণক্ষমতা অনুযায়ী ফুটবলভক্তদের ঢুকতে দেয়া হয়নি।

ফলে প্রায় ৫০ হাজার দর্শক স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করছিল। এ সময়ই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।

ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়ার জানিয়েছেন, ‘নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আমরা মোট নিহতের সংখ্যা এখন জানাতে পারছি না।’

স্থানীয় হাসপাতালের নার্স অলিঙ্গা প্রুডেন্স অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, কয়েকজন আহত ব্যক্তি খুবই বাজে অবস্থায় আছে।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ) জানিয়েছে, তারা পরিস্থিতি তদন্ত করে দেখছে এবং বিস্তারিত জানার চেষ্টা করছে।

তবে এত বড় দুর্ঘটনার পরও ক্যামেরুন ও কমোরসের ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচটিতে স্বাগতিক ক্যামেরুন ২-১ গোলে জয় পায়।