সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল

এই আমার দেশ ডেস্ক

নতুন ধরনের করোনা ভাইরাস রুখতে প্রবেশ নিষেধাজ্ঞার সময়সীমা আরো বাড়াল সৌদি আরব। দেশটি সোমবার জানিয়েছে, আকাশ, স্থল ও সমুদ্রপথের মাধ্যমে সৌদিতে প্রবেশ নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এক বিবৃতিতে জানায়, স্বরাষ্ট্রমন্ত্রণালয় বলেছে করোনার নতুন ধরন রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিধান্ত।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ব্যতিক্রমী ঘটনা এই নিষেধাজ্ঞার বাইরে পড়বে এবং সৌদির নাগরিক নন এমন ব্যক্তি দেশ ত্যাগ করতে পারবেন। মন্ত্রণালয় এখনকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, প্রয়োজনে নিষেধাজ্ঞা আরো বাড়তে পারে।

এর আগে দেশটি গত ২০ ডিসেম্বর আকাশ, সড়ক ও নৌপথের মাধ্যমে অন্যান্য রাষ্ট্র থেকে মানুষের প্রবেশ বন্ধ রাখার ঘোষণা দেয়। আরব নিউজ