সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন

মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন করা হয়েছে। রংপুর বিভাগের উপজেলা পর্যায়ের প্রথম হাসপাতাল হিসেবে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপিত হলো।অাজ বুধবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে রংপুর বিভাগ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাঃ আহাদ আলী আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন। এ সময় হাসপাতালের তত্ত¡াবোধায়ক ডাঃ মোহাম্মদ শহিদুল্লাহ ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমেদুল হাসান সরকার উপস্থিত ছিলেন।ডা. আহাদ আলী বলেন, সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট নির্মানে ব্যায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ টাকা। এতে এক সঙ্গে ১০০জন রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে। করোনায় যারা আক্রান্ত হন, তাদের বেশির ভাগই শ্বাষকষ্ট নিয়ে মারা যায়। এ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু হওয়ায় এখন তা থেকে রক্ষা পাবে রোগীরা।