সুনামগঞ্জ ও ছাতক রেড জোন ঘোষণার প্রাথমকি তৎপরতা শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি:সুনামগঞ্জ ও ছাতক পৌর এলাকায় করোনা আক্রান্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সুনামগঞ্জ ও ছাতক পৌরসভাকে রেড জোন এলাকা হিসেবে  চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া ছাতক উপজেলার নোয়ারাই, কালারুকা, ছৈলা আফজালাবাদ ও জাউয়া ইউনিয়নে কোভডি রোগে আক্রান্তরে সংখ্যা আকস্মকি ভাবে বেড়ে যাওয়ায় রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়।আগামীকাল মঙ্গলবার থেকে রেডজোন নীতিমালা কার্যকর হওয়ার কথা রয়েছে।ইতিমধ্যে সুনামগঞ্জ ও ছাতক পৌর এলাকায় রেড এলাকা হিসেবে তথ্য অফিসের পক্ষ্য থেকে মাইকিং করা হচ্ছে।অন্যদিকে শহরে যানবাহন ও জনসমাগম নিয়ন্ত্রণের জন্য পুলিশ সদস্যগন তৎপরতা চালাচ্ছনে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ পর্যন্ত ৫ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে কোভডি পজটেভি হয়ছেনে ৫১৮ জনরে। আক্রান্তদের মধ্যে ছাতক উপজেলায় ১৪৫ জন ও সুনামগঞ্জ সদর উপজেলায় ১৪৪ জন রয়েছেন। আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন। সিভিল সার্জন মোঃ শামছ উদ্দিন বলেন, রেড জোন ঘোষণার মাইকিং হচ্ছে আজ আগামীকাল থেকে রেডজোন এলাকায় কঠোর নিয়ন্ত্রণারোপ করা হবে। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, রেড জোন এলাকায় পুলিশ কঠোর অবস্থান নেবে। সবাইকে স্বাস্থ্য বিধিমেনে চলা ও রেডজোনের নিয়মাবলী মেনে চলার কথা জানান। জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ বলেন, আগামীকাল থেকে রেডজোন এলাকায় বিধিমোতাবেক আইন কার্যকর করা হবে।