সুনামগঞ্জের জনতার হাতে আটককৃত বিপন্ন লজ্জাবতী বানরটিকে সুনামগঞ্জ রেঞ্জ অফিসে হস্তান্তর

মাহফুজুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গ্রামবাসীর হাতে আটককৃত বিপন্ন প্রাণী লজ্জাবতী বানরটিকে সুনামগঞ্জ রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে তাহিরপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা বিজেন ব্যানার্জির নির্দেশে ও থানা পুলিশের উপস্থিতিতে লজ্জাবতী বানরটিকে উপজেলার ধলইরগাও বিট অফিসের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
বর্তমান সময়ে করোনা ভাইরাস পরিস্থিতিতর রাস্তায় গাড়ি চলাচল না থাকায় বন বিভাগের তাহিরপুর- বিশম্ভরপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত ধলইরগাও বিট অফিসার বিরেন্ড কিশোর রায় তার প্রতিনিধির মাধ্যমে বুধবার সকালে বণ্যপ্রানীটিকে সুনামগঞ্জ রেঞ্জ অফিসে হস্তান্তর করেন।

তিনি জানান, গাছে আটককৃত বণ্যপ্রানীটি বিরল প্রজাতীর লজ্জাবর্তী বানর। লজ্জাবতী বানরটি বর্তমানে সুস্থ ও স্বাভাবিক আছে। এ জাতীয় বানর সহজে এখন আর দেখা মিলেনা। উল্লেখ: গত ৩১ মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্ধ গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনজুরুল আলমের পরিত্যক্ত বাড়ির বেল গাছে প্রাণীটিকে দেখতে পায় গ্রামবাসী। পরে গ্রামের
কয়েকজন মিলে প্রানীটিকে বেল গাছের ডাল থেকে আটক করে খাঁচার মধ্যে ভরে রাখে।