সিলেটে ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ

সিলেট প্রতিনিধিঃ সিলেটে ত্রািণ বিতরণে অনুয়মের অভিযোগ এনে বিক্ষোভ করেছেন ২১নং ওয়ার্ডের বাসিন্দারা। সিলেট-তামাবিল সড়কের সোনারপাড়ায় তারা প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এসময় কাউন্সিলর আবদুর রকিব তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেন বিক্ষোভকারীরা। পরে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী গিয়ে ত্রাণ দেওয়ার  আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন। শুক্রবার বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত কয়েক শত নারী পুরুষ এই বিক্ষোভে অংশ নেন।বিক্ষোভকারীদের অভিযোগ, কাউন্সিলর তুহিন তাদের এলাকার গরীব লোকজনকে ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত রেখেছেন। তার কাছে বারবার ধর্ণা দেওয়ার পরও তিনি ত্রাণ দিতে অস্বীকৃতি জানান। সরকার থেকে পর্যাপ্ত সহায়তা দেওয়া হলেও কাউন্সিলর তুহিন তার ইচ্ছেমতো তা বিতরণ করছেন। ওয়ার্ডের অন্যান্য জায়গায় ত্রাণ দেওয়া হলেও সোনারপাড়া এলাকার গরীব লোকজনকে তিনি বঞ্চিত রেখেছেন।