সিরাজগঞ্জে ২২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ৩

আব্দুর রহমান, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ রোববার (১২ সেপ্টেম্বর) রাত ১০.৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা কর্তৃক বিশেষ অভিযান পরিচালনাকালে এসআই মোঃ মেহেদী হাসান, এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সিরাজগঞ্জ সদর থানাধীন কালিয়াহরিপুর ইউনিয়নের চরপাড়া হতে মোঃ আব্দুল মজিদ মোল্লার ছেলে, মোঃ শরিফুল ইসলাম মোল্লা(৪০), গ্রাম- চরপাড়া, মোঃ আবুল কালামের ছেলে, মোঃ হযরত আলী(৩৩), গ্রাম- রহমানপুর(রঘুনাথপুর), গাজী জাহাঙ্গীর শেখের ছেলে, মোঃ হাসান আলী(৩৫), গ্রাম- কান্দাপাড়া বড়ক্লাব সর্ব থানা ও জেলা- সিরাজগঞ্জদের কে ২২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এ সংক্রান্তে সিরাজগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।