সিরাজগঞ্জে শালুয়াভিটা হাটের ইজারাদারকে মারপিট ও ভাংচুরের অভিযোগ – দৈনিক এই আমার দেশ  

সিরাজগঞ্জে শালুয়াভিটা হাটের ইজারাদারকে মারপিট ও ভাংচুরের অভিযোগ
সিরাজগঞ্জ থেকেঃ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের শালুয়াভিটা হাটের ইজারাদারের অফিস ভাংচুর, হাটের অবকাঠামো লুটপাটের ও মারপিটের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারী বিকেল ৪ ঘটিকায় পূর্বপরিকল্পিত ভাবে শালুয়াভিটা গ্রামের আবুল খায়েরের ছেলে, হামিদুল ইসলাম (৩৫), মৃত – আবুল হকের ছেলে, মারুফ হোসেন (৪৫), মৃত – ফরমান আলীর ছেলে, মিজানুর। রহমান (৩৫), মৃত – শহীদুল ইসলাম মেম্বরের ছেলে, সেরাজুল ইসলাম (৩৫), আলমের ছেলে, আলমগীর হোসেন (৩২), চর শৈলাবাড়ী গ্রামের মৃত – মফিজ উদ্দিনের ছেলে, শাহাদাত হোসেন (৪৫), শহীদ মাষ্টারের ছেলে, রাজু আহমেদ (৩৬), খোকশাবাড়ী গ্রামের বিপ্লব (৫০), রা রামদা,ছুরি, লোহার রড, দা কুড়াল ইত্যাদি সহ দলবদ্ধ হয়ে শালুয়াভিটা হাটে এসে হাটের ইজারাদার লুৎফর রহমান(৬৭), এর অফিসে প্রবেশ করে বেদম মারপিট ও আসবাবপত্র ভাংচুর ও প্রাননাশের হুমকি দিয়ে চলে যায়। হাটের অবকাঠামো লুটপাটে ক্ষতির পরিমাণ -৫.০০০০০/ ( পাঁচ লক্ষ টাকা) বলে জানিয়েছে ইজারাদার । উক্ত বিষয়ে সঠিক তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী লুৎফর রহমান।
ছবি সহ