সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গচুর এর প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গচুর জঙ্গিবাদ সাম্প্রদায়িক  ও স্বাধীনতা  বিরোধীদের  বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা জনতার প্রতিবাদে  মানববন্ধন  কর্মসূচি করেছে সিরাজগঞ্জ জেলার সকল বীর মুক্তিযোদ্ধারা। 

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে বীর বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ  মির্জা স্কয়ার চত্বরে সকল বীর মুক্তিযোদ্বাদের পক্ষে  বীরমুক্তিযোদ্ধা  গাজী ফজলুর রহমান খান এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য  রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইসাহাক আলী, বীরমুক্তিযোদ্ধা জাসদ নেতা আব্দুল হাই তালুকদার, এ্যাডঃ বিমল কুমার দাস, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব আলী সরকার,আশরাফুল ইসলাম  চৌধুরী  জগলুল, সাইফুল  ইসলাম প্রমূখ।   

বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের শুভক্ষণে মৌলবাদী গোষ্ঠী আবারো মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা করছে। তারা জাতির জনকের স্মরণে সম্মানে নির্মিত ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে। যা বাঙালি জাতি হিসেবে আমাদের জন্য খুবই অসম্মানে বিষয়। আমরা মৌলবাদী গোষ্ঠীকে হুশিয়ার করছি, স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু ভাস্কর্য নির্মাণ হবে, স্থাপিত হবে। যারা এর বিরোধিতা বা কোনো ধরনের অপচেষ্টা করবে, তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

এ সময়  বীরমুক্তিযোদ্ধা শামছুল হক আব্দুল মজিদ, সহ সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। দুর্যোগ  আবহাওয়ার মধ্যেও  সদর উপজেলার সকল ইউনিয়ন কমান্ডার ও সকল বীর মুক্তিযোদ্ধারা মানববন্ধন  কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।