সিরাজগঞ্জে অবৈধভাবে সম্পত্তি জবর দখলের চেষ্টা গাছ কর্তন

স্টাফ রিপোর্টারঃ সদর উপজেলার খামার পাইকোশা গ্রামের মৃতঃ আবদুল হাকিমের ছেলে মোঃজাহিদুল ইসলামের জমি থেকে এলাকার কতিপয় অসাধু ব্যক্তি বেআইনী ভাবে ১২টি ইউকালেক্টর গাছ কর্তন করে নিয়ে যায়। যাহার আনুমানিক মূল্য প্রায় ৮০হাজার টাকা এবং ছোট ছোট কয়েকটি গাছ কেঁটে ফেলায় আরো ৫/৬হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানাগেছে, পাইকোশা মৌজার আর,এস,খ,নং-৯৭আর,এস,দাগ নং ৪৬৯ জমির পরিমান ৫.৫০শতক সম্পত্তি জাহিদুল ইসলামের পিতার নামিও সম্পত্তি। উক্ত সম্পত্তি তাদের ভোগদখলীয় থাকায় তারা বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপন করে পরিচর্যা করে আসছে। হঠাৎ করে গত ১৭আগষ্ট সকাল আনুমানিক ১০ঘটিকার সময় এলাকার -সামছুল হক,সোহাগ, সুমন,শফিকুল, আনিস, মোঃ বাবু সহ আরো কয়েকজন বেআইনি ভাবে উক্ত জমিতে প্রবেশ করে ইউকালেক্টর গাছ গুলি কেঁটে পাইকোশা বাজারস্ত মোঃ পাশান এর সমিলে নিয়ে যায়। লোক মারফত খবর পেয়ে জাহিদুর ঘটনাস্থলে গেলে শামসুল হকের নির্দেশে অন্যান্যরা জাহিদুলের উপর চড়াও হয়।জাহিদুল প্রানভয়ে ছুটে অন্যত্র আশ্রয় নিয়ে কৌশলে সেখান থেকে চলে আসে বলে অভিযোগে জানাগেছে। উক্ত ঘটনায় উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন জাহিদুল।