সারা দেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২৫ হাজার: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: সারাদেশে গতকাল নতুন করে ১ হাজার ৯০০ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার (৪ আগস্ট) রাতে মানিকগঞ্জের গড়পাড়ায় ডেঙ্গু সচেতনতামূলক সভায় তিনি আরো জানান, এ বছর দেশে ডেঙ্গু আক্রান্ত ২৫ হাজার রোগীর মধ্যে ১৮ হাজার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রায় ২৫ হাজার লোক এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। প্রায় ১৮ হাজার রোগীকে আমরা সুস্থ করে বাড়ি ফিরিয়ে দিয়েছি। হাসপাতালগুলোতে এখনো ৭ হাজার ডেঙ্গু রোগী ভর্তি আছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, মশার বংশকে ধ্বংস করতে হবে। তাহলেই আমরা ডেঙ্গু থেকে রক্ষা পাবো।