সারাদেশে পাট শিল্প আবারও নতুন আঙ্গীকে ফিরে আনতে দিনরাত কাজ করছেন-গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)

নিজস্ব প্রতিবেদকঃ সারাদেশে পাট শিল্প যখন বিলুপ্ত প্রায় ঠিক তখনই প্রধান মন্ত্রী একাদশ জাতীয় সংসদের মন্ত্রী পরিষদে বস্ত্র ও পাট মন্ত্রী হিসাবে দায়ীত্ব পান নারায়ণগঞ্জে-০১ আসনের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। পরিশ্রমী, সৎ, দক্ষ, মেধা বিকাশে তিনি বর্তমান সরকারের ভাবমুর্তি উজ্জ্বল করতে পাটও বস্ত্র শিল্পে বিশাল পদক্ষেপ গ্রহণ করে চলছেন। প্লাষ্টিক ব্যবহার পরিবেশ দুষণে তিনি পাটের তৈরী বস্তা ব্যবহারের জন্য নারায়ণগঞ্জ সহ সারা দেশে একের পর এক অভিযান পরিচালনা করে প্রতিটি কারখানায় জরিমানা ও শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করছেন। তার এই পদক্ষেপে এখন অনেকটাই পাটের তৈরী সরঞ্জামান ব্যবহার চলছে সারাদেশে। দেশে যে সকল জেলায় এখনও পাট কারখানা বিলুপ্ত হয়নি সেগুলোতে প্রয়োজন মতো ক্ষতিপূরণ দিয়ে জাগিয়ে তুলতে চেষ্টা করছেন। শুধু তাই নয় এই শিল্পকে আবারও কৃষকের কাছে জনপ্রিয় করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। অক্লান্ত পরিশ্রমে দেশকে সোনার বাংলায় রূপ দিতে তিনি কাজ করে চলছেন অবিরাম দ্রুত গতিতে। সেই সাথে বিভিন্ন রাস্তা, স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, কালভার্ট, ব্রীজ সহ সড়ক মহাসড়ক মেরামত করে সরকারের ভাবমুর্তি তুলে ধরছেন জনগনের নিকট। নিরীহ জনগণকে সাহায্য সহযোগিতা, চিকিৎসা সেবা সহ নানা সামাজিক কাজে অর্থ দিয়ে সাহায্য করে চলছেন নারায়ণগঞ্জ০০১ আসন সহ সারাদেশে। ৩য় বারের মতো সংসদ নির্বাচিত হয়ে তিনি তার উন্নয়ন কাজের অক্লান্ত পরিশ্রমে জনগণের নিকট অত্যন্ত প্রিয় ব্যক্তি হিসাবে আজ পরিচিত। তার স্ত্রী হাসিনা গাজী মেয়র তারাব পৌরসভা এবং পুত্র গোলাম মর্তুজা পাপ্পা গাজীও দেশের উন্নয়নের বিশার ভুমিকা পালন করে চলছেন। তাই নারায়ণগঞ্জ-০১ আসনের এই জনপ্রিয় সংসদকে আবারও নারায়ণগঞ্জ বাসী নির্বাচিত হয়ে জনসেবায় নিয়োজিত থাকতে দোয়া কামনা করেন।