সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে লোহাগাড়ায় গণঅবস্থান ও বিক্ষোভ

অমিত কর্মকার, লোহাগাড়া প্রতিনিধি ঃ ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দিনাজপুরের পার্বতীপুর-কুমিল্লাসহ বিভিন্ন এলাকায় ধর্মীয় সংখ্যালঘু পরিবারের ওপর আক্রমণ, অগ্নিসংযোগ, নির্যাতন-হত্যার প্রতিবাদে লোহাগাড়ায় গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশনস্থ এলাকায় উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, লোহাগাড়া গীতা পরিষদসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে এ গণঅবস্থান ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্ঠা প্রকৌশলী রতন দাশ, সংগঠনের উপদেষ্ঠা মাস্টার অসীম দাশ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক অন্যতম সদস্য রিটু দাশ বাবলু, সাতকানিয়া লোহাগাড়া হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কান্তি বড়ুয়া, লোহাগাড়া হিন্দু,বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক, লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রিটন দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি, আধুনগর ইউপির ১নং সাবেক প্যানেল চেয়ারম্যান শিবুরঞ্জন পাল, সাধারণ সম্পাদক মাস্টার খোকন কান্তি নাথ, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি মাস্টার প্রদীপ কুমার দাশ, সাবেক সভাপতি মাস্টার সুজিত পাল, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি প্রসেংজিৎ পাল, সহ-সভাপতি প্রশান্ত মহাজন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদ লোহাগাড়া শাখার সাংগঠনিক সম্পাদক পলাশ দাশ, লোহাগাড়া উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি তুষার কান্তি বড়ুয়া। লোহাগাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক খোকন চন্দ্র দাশের স ালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক কা ন আচার্য্য, লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী পরিষদের উপদেষ্ঠা টিটু মহাজন,লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী পরিষদের সভাপতি মাস্টার রিটন বিশ্বাস,সাধারণ সম্পাদক রাজিব কান্তি দাশ, লোহাগাড়া জাতীয় গীতা পরিষদের সভাপতি দিপক ভট্টাচার্য, রিটন সুশীল,সনাতনী সেবক সংঘের সভাপতি বাবু দাশ, সাধারণ সম্পাদক সমীর দাশ,মিহির সরকার,রাজিব রুদ্র,অনুপম দাশ, মিটন ধর, শিবানন্দ রুদ্র, সবুজ দপ্ত,কল্যাণ দাশ, হারাধন পাল, রনজিৎ নাথ প্রমুখ।