সাভারে ফুটপাত উচ্ছেদ, প্রতিবাদে হকারদের সড়ক অবরোধ

সাভার (ঢাকা ) প্রতিনিধি

ঢাকার অতি নিকটেই সাভার বাস স্ট্যান্ড এলাকায় অবৈধ ফুটপাতে গড়ে উঠা দোকান বিনা নোটিশে উচ্ছেদ, এর প্রতিবাদে হকারদের পুনঃর্বাসনের দাবীতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হকাররা।

সোমবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৫ টা ৩০ দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার নিউ মার্কেট এলাকা প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে হকাররা।
হকাররা জানায়, সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের নিউ মার্কেট থেকে সাভার বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত ছোট-বড় প্রায় সহস্রাধিক হকার বসতো। আজ দুপুর থেকে উপজেলা প্রশাসন এসব হকারদের উচ্ছেদে অভিযান চালানো শুরু করে। এর প্রতিবাদে বিকেলের পর থেকে কয়েকশো হকার সড়কে নেমে এসে ঢাকাগামী ও আরিচাগামী দুই লেনই অবরোধ করে রাখে। এতে দুই পাশেই কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

এ সময় উচ্ছেদ বন্ধ ও স্থায়ী পুনর্বাসন দাবিতে বিক্ষোভ ও স্লোগান দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের দুই লেনেই অবরোধ করে রাখে তারা।

এ বিষয়ে সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ সাভার ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই এডমিন) আব্দুস সালাম বলেন, তারা রাস্তায় কিছুখন ছিলো। পরে আমাদের পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়িয়ে দেয়। এখন রাস্তায় যানচলাচল স্বাভাবিক।