সান্তাহারে আবাসিক হোটেলে দেহ ব্যবসা;৭ জনের জেল; ২ জনের অর্থদন্ড

নেহাল আহম্মেদ প্রান্ত নওগাঁ জেলা প্রতিনিধি ঃ বগুড়ার সান্তাহারে বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৫ নারী ও ৪ পুরুষসহ ৯ জনকে আটক করেছে আদমদীঘি থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে থানার ওসি জালাল উদ্দিনের নেতৃত্বে শুভ আবাসিক, পলাশ, মুন, সাফিনসহ কয়েকটি বোর্ডিং থেকে তাদের আটক করা হয়। পরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৯ জনকে পৃথক পৃথকভাবে দুই মাসের জেল এবং অর্থদন্ড করেছে। দন্ডপ্রাপ্তরা হলো; খুলনা জেলার খালিশপুর এলাকার মোঃ হাফেজ খানের মেয়ে সুমি খানম (২৪), দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকার মোঃ জহুরুলের মেয়ে গোলাপী আক্তার আখি (২৩), ময়মনসিংহ জেলার গফরগাও এলাকার মোঃ মোস্তফার মেয়ে সোমা বেগম (২৪), আদমদীঘির তালশন এলাকার মোঃ জলিলের মেয়ে রতœা বেগম (২৮), চট্টগ্রাম জেলার হালিশহর এলাকার রতন দাসের মেয়ে সুবর্না দাস (২২), নওগাঁ জেলার গোবিন্দপুর এলাকার মোঃ মইনউদ্দিনের ছেলে মোঃ আঃ মতিন (৪২), আদমদীঘির ইয়ার্ড কলোনীর মোঃ সবদুরের ছেলে মোঃ মাহবুব হোসেন (৪৭)। এদের সকলকে দুই মাস বিনাশ্রম কারাদন্ড এবং আদমদীঘির নশরতপুর এলাকার মোঃ রহিম উদ্দিনের ছেলে মোঃ রিপন (২৩) কে পঞ্চাশ হাজার টাকা ও একই এলাকার মোঃ দেলোয়ারের ছেলে মোঃ রাসেল হোসেন (১৯) কে দশ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। একই দিন সন্ধ্যা ৭ টায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও আদমদীঘি উপজেলা নির্বাহি কর্মকর্তা একেএম আব্দুল্লাহ্ বিন রশিদ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ রায় দেন। এছাড়া অভিযুক্ত কয়েকটি বোর্ডিয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছে। এসময় সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আনিসুর রহমানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।