সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

সাতক্ষীরা প্রতিনিধি: আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিখা রানী মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে সাতক্ষীরা নৈশ মাধ্যমিক বিদ্যালয়ে চারতলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,এটি একটি ব্যতিক্রমধর্মী স্কুল। সাতক্ষীরা সদর উপজেলার এমন কোন স্কুল কলেজ নেই যেখানে আমরা বিল্ডিং দিচ্ছিনা। সব জায়গায় আওয়ামীলীগ সরকার বিল্ডিং দিয়েছে এবং বিল্ডিং হচ্ছে। এছাড়াও অনেক মাদ্রাসায় বিল্ডিং হচ্ছে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা সকলে সহযোগিতা করে তার হাতকে শক্তিশালী করি, তাহলে আরো শক্তিশালী হবে বাংলাদেশ এবং আরো ভাল জায়গায় পৌছে যাবে। এই বিজয়ের মাসেই পদ্মাসেতু দৃশ্যমান হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা পদ্মাসেতুর উপর দিয়ে চলাচল করতে পারবো। এসময় তিনি, জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিনয়ের সাথে সকলের কাছে অনুরোধ জানান করোনার বিস্তার রোধে সতর্ক ও সজাগ থাকার। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে চলার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ ঠিকাদার প্রতিষ্ঠান বেঙ্গল এন্টারপ্রাইজ’র প্রতিনিধি মো. ইসমাইল খান টিপু প্রমুখ। এসময় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।