সাতক্ষীরা ঝাউডাঙ্গা গোবিন্দকাটি মাদক বিরোধি সমাবেশ অনুষ্ঠিত।

কলারোয়া প্রতিনিধিঃসাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা গোবিন্দকাটিতে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠান হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) বিকাল ৪টায় গোবিন্দকাটি সরঃ প্রাথঃ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গোবিন্দকাটি গ্রামবাসীর আয়োজন এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঝাউডাঙ্গা মাধ্যঃ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আনিস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিলাম তার মধ্যে সকল মাদক ব্যবসায়ীকে আত্মসমাপন করতে হবে। সকল মাদক ও জঙ্গিবাদের আস্তানা ভেঙ্গে-চুরে গুড়িয়ে দেওয়া হবে। আরো বলেন, প্রয়োজনে এখানে অপারেশন সার্চলাইট চালানো হবে। এতে সকল এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদর থানার ওসি তদন্ত অফিসার আবুল কালাম আজাদ।

আরো বিশেষ অতিথি হিসাবে ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দনাথ ঘোষ। আরো উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল মালেক, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার সভাপতি আব্দুল খালেক, আতিকুর রহমান আতিক, শিক্ষক মনিরুজ্জামান (মিনু), প্রভাষক অহিদুল ইসলাম, যুবলীগ নেতা আব্দুল রশিদ, আ.লীগ নেতা সুবীর ঘোষ, মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম, মাওঃ লুতফর রহমান ফারুকী ও সাংবাদিকরা সহ এলাকার সন্মানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঝাউডাঙ্গা বাজার কমিটির সেক্রেটারি মোঃ জাহিদ