সাতক্ষীরা কলারোয়া উপজেলায় সমবায় সমিতির মতবিনিময় ও উদ্বুদ্বকরন সভা অনুষ্ঠিত হয়েছে

আঃ সালাম কলারোয়াঃ বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন সমবায়ের অর্থনৈতিক দর্শণ উ্যপাদনমূখী সমবায় সমিতি গঠন ও সমবায় বাজার সৃষ্ঠির লক্ষ্যে এই প্রতিবদ্য সামনে রেখে কলারোয়া উপজেলায় বিআরডিবি হলরুমে কলারোয়া উপজেলা আয়োজনে মতবিনিময় ও উদ্বুদ্বকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার(১২ফেব্রায়ারী) সকাল ১০ টার সময় মতবিনিময় ও উদ্বুদ্বকরন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলী প্রধান অতিথি থেকে অপুস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলাম তার বক্তবে বলেন বিভিন্ন ট্রডের মাধ্যমে গাভী পালন ছাগলও হাঁস মুরগী পালন মস্য চাস ও কৃষি কাজের মাধ্যমে সমবায়কে এগিয়ে নিতে হবে। ঋন কার্জক্রম করলে হবে না সমাজের উন্নয়ন মৃলক কাজ করতে হবে তাহলে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। জেলা সমবায় পরিদর্শন মোঃ আরশাফ উপজেলা সহকারি পরিদর্শন জামির হোসেন প্রমমুখ।এ ছাড়া আরো উপস্তিত ছিলেন কলারোয়া উপজেলার সমবায় সমিতির কর্মকর্তা কর্মচারি উপজেলার সমবায় সমিতির সভাপতি সাধারন সম্পাদক ও প্রতিনিধি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারি পরিদর্শন মোঃ জামির হোসেন।