সাতক্ষীরায় সুন্দরবন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক এম এ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা আক্তারুজ্জামান, সংবাদিক শেখ আফজালুর রহমান, ওয়াইল্ড লাইফের ফিল্ড অফিসার অমিত মন্ডল প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, ১৪ ফেব্রæয়ারী বিশ্ব ভালবাসা দিবস। এই ভালবাসা দিবসে আমাদের সবারই উচিত সুন্দরবনকে ভালবাসা। সুন্দবন বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। বক্তারা আরো বলেন, বিগত কয়েকটি প্রলয়ঙ্করী ঘূর্ষিঝড় নিজ বুকে ধারন করে সুন্দবন বাংলাদেশকে বাঁচিয়েছে।