সাতক্ষীরায় সবুজবাগ বহুমুখী সমবায় সমিতি লিঃ এর মাদকবিরোধী সভা ও শীতবস্ত্র বিতরণ

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সবুজবাগ বহুমুখী সমবায় সমিতির আয়োজনে মাদক বিরোধী সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় শহরের মধুমল্লার ডাঙ্গীর আতিয়া জামে মসজিদ প্রাঙ্গণে উক্ত মাদক বিরোধী সমাবেশের আয়োজন করা হয় ।

এ্যাড আব্দুল মজিদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার এস আই শরীফ এনামুল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর। সভায় বক্তারা মাদকের সমস্যা ও ভয়াবহতা তুলে ধরেন। তারা ঘোষণা করেন সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স । মাদকই সমাজ ধ্বংসের জন্য

যথেষ্ট ও পারিবারিক অশান্তির মূল কারণ। তাই যারা মাদকে আাসক্ত ও মাদক বিক্্েরতা তাদেরকে সাবধান করেন এবং সময় থাকতে সংশোধন হওয়ার জন্য বলেন। এমনকি অবিভাবকদেরকে তাদের ছেলে মেয়েদের প্রতি বিশেষ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হয়। অনুষ্ঠানে বক্তারা যুব সমাজকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে লড়াই করার ঘোষনা দেন। সভা শেষে গরীব, দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।