সাতক্ষীরায় ডিজিটাল প্রডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ আধুনিক সেবার বিশ্বে ইসলামী ব্যাংক শীর্ষে এই স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখার উদ্যোগে মাস ব্যাপী ডিজিটাল প্রডাক্টস অ্যান্ড সার্ভিসেস ক্যাম্পেইন ২০২০ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় ব্যাংক ভবনে এ ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট ছবিউল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট মো. হাফিজুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র অফিসার মো. বাবর আলী,অফিসার মো.হাবিব বিল্যাহ,মো. আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ইসলামী ব্যাংক প্রত্যন্ত অঞ্চলে এজেন্ট ব্যাংকের মাধ্যমে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। চলতি মাস থেকে ইসলামী ব্যাংক সাতক্ষীরায় ই-ওলেট সেবা চালু হবে। ওলেট সেবায় ইসলামী ব্যাংক ছাড়াও বিভিন্ন ব্যাংকে একজন গ্রাহক সেবা নিতে পারবে। তাছাড়া ই- ওলেট এর মাধ্যমে ই-কমার্সের মাধ্যমে কেনাকাটায় পেমেন্ট দিতে পারবে। তিনি আরও বলেন এনপিএসবি সেবার মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে একই কার্ডে টাকা উত্তোলন করতে পারবে।