সাতক্ষীরার পাটকেলঘাটায় আরো একজনের করোনা পজেটিভ সনাক্ত

খান নাজমুল হুসাইন,  সাতক্ষীরাঃ সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় আরো একজনের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। তিনি একটি বেসরকারি এনজিওতে চাকরি করেন। খুলনা পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় ৩ জনের শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এর মধ্য তালা উপজেলার এক এনজিও কর্মীও রয়েছে। তার বাড়ি তালার কাপাসডাঙ্গা বড় বিলা গ্রামে।সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জয়ন্ত কুমার জানান, সঞ্জয় সরকার নামে এক যুবকের শরীরে করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোরর্শেদ জানান, আমরা শুনেছি কাপাসডাঙ্গায় এক এনজিও কর্মীর করোনা পজেটিভ আসছে। তালা থেকে চিকিৎসকদের নিয়ে আক্রান্তের বাড়ি লকডাউন করা হবে এবং পরিবারের অন্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।