সাতক্ষীরার তালায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূর মৃত্যু, আটক-৩

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালায় প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মহান্দি গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে সোমবার দুপুর ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। নিহত গৃহবধুর নাম নাসিমা বেগম (৪০)। তিনি তালা উপজেলার মহান্দি গ্রামের নাজের শেখের স্ত্রী।
আটককৃতরা হলেন, মহান্দি গ্রামের নজরুল মোড়ল, পলি খাতুন ও রেহেনা খাতুন।
নিহতের স্বজনরা জানান, তিনদিন আগে পাট চুরির অপবাদ দিয়ে নাজের শেখকে মহান্দি বাজারে মারপিট করেন একই গ্রামের মনিরুল মোড়ল ও তার চাচাতো ভাই মিন্টু মোড়ল। এ ঘটনায় গতকাল (সোমবার) দুপুরে মরাপিটের কারণ জানতে চান নাজের শেখের স্ত্রী নাসিমা বেগম। এ সময় মনিরুল মোড়ল, মিন্টু মোড়ল, নজরুল মোড়লসহ পরিবারের সদস্যরা গৃহবধু নাসিমাকে বেদম মারপিট ও দা দিয়ে কুপিয়ে রাস্তাায় ফেলে রাখেন। এরপর থেকে তিনি বার বার বমি করছিলেন। পরবর্তীতে গ্রাম্য চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বাড়িতে থাকা অবস্থায় আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি মারা যান।

স্থানীয় খলিলনগর ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ জানান, শুনেছি মনিরুল ও তার পরিবারের সদস্যরা গৃহবধূ নাসিমাকে মারপিটের পর তিনি মারা গেছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ কপালে একটি কোপের দাগ রয়েছে। তিনি জানান, ইতিমধ্যে এ ঘটনায় জড়িত থাকায় অভিযোগে তিন জনকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।