সাটুরিয়ায় ৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার

এস কে সুমন মাহমুদ,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি-
চতুর্থ ধাপের ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন পত্র পত্যাহরের শেষ দিনে সাটুরিয়ায় ৫ জন চেয়াম্যান প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছে। উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪২ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। আগামী কাল (৭ নভেম্বর) প্রতিক বরাদ্ধ হলে ৩৭ জন চেয়ারম্যান প্রার্থী ভোট যুদ্ধে নামবেন। ২৬ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে এ উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করে সাটুরিয়া উপজেলা নির্বাচন অফিসার লুৎফর রহমান বলেন, সোমবার সকাল থেকে বিকাল ৫ পর্যন্ত বিভিন্ন ইউনিয়ন থেকে ৫ জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র পত্যাহার করে নেন।
সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাটুরিয়া ইউনিয়ন থেকে আবুল বাশার সরকার, বরাইদের আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুলাহ আল মামুন, তিল্লি আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রাজ্জাক, দরগ্রামের আ’লীগের বিদ্রোহী প্রার্থী এ্যাডভোকেট মো. মজিবর রহমান ফুকুরহাটি ইউনিয়নের জেলা বিএনপির উপদেষ্টা মো. ফজলুর রহমান সোমবার নিজ নিজ রিটানিং অফিসারের নিকট থেকে মনোনয়ন পত্র পত্যাহার করে নেন।
সাটুরিয়া উপজেলা নির্বাচন অফিস জানায়, সাটুরিয়া উপজেলার নয় ইউনিয়নে মোট ৪২ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে আ’লীগের দলীয় নৌকা প্রতীকে ৯ জন। এরা হলেন, বালিয়াটি ইউপিতে মো, রহুল আমিন, সাটুরিয়ায় মো. আনোয়ার হোসেন পিন্টু, হরগজ মো. আনোয়ার হোসেন খান জ্যোতি, বরাইদ মো. হারুন অর রশিদ, তিল্লিতে শরীফুল ইসলাম ধলা, ফুকুরহাটিতে মো. আফাজ উদ্দিন, দরগ্রাম ইউপিতে মো. আলিনূর বকস রতন, দিঘলিয়াতে শফিউল আলম জুয়েল ও ধানকোড়া ইউপিতে আব্দুর রউফ।
উপজেলার নয় নৌকা প্রতীকের সাথে বিদ্রোহী হয়ে লড়বেন আ’লীগের ২৩ জন প্রাথী। বিএনপি নেতা একজন, জাতীয় পার্টির রয়েছেন ২ জন, জাকের পার্টির ১ জন, জাসদ ছাত্রলীগের ১ জন ও ইসলামিক আন্দোলনের হাত পাখা রয়েছে ২ জন প্রার্থী।