সাঙ্গাকারার রেকর্ড স্পর্শ করলেন রোহিত


চলমান বিশ্বকাপে ইতোমধ্যেই চারটি সেঞ্চুরি করে ফেলেছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। এই ইনিংসের মধ্যমে দিয়ে তিনি শ্রীলঙ্কার কুমার সাঙ্কাকারার রেকর্ডে ভাগ বসালেন।

মঙ্গলবার বার্মিংহামের এডজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে ৯২ বলে ১০৪ রানের নান্দনিক ইনিংস খেলে টুর্নামেন্টে চতুর্থ সেঞ্চুরি করেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১২২, পাকিস্তানের বিপক্ষে ১৪০ ও ইংল্যান্ডের বিপক্ষে ১০২ রানের ইনিংস খেলেছিলেন রোহিত।

আরো পড়ুন : ভয়ানক পাকিস্তানকে দেখছেন ওয়াকার

বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি চারটি সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। গেল আসরে, ২০১৫ সালে বাংলাদেশ-ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের বিপক্ষে পরপর চার ম্যাচে সেঞ্চুরি করেছিলেন সাঙ্গা। মেলবোর্নে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১০৫, ওয়েলিংটনে ইংল্যান্ডের বিপক্ষে অপরাজিত ১১৭, সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৪ ও হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে ১২৪ রান করেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সাঙ্গাকারা। এবারের বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করে সাঙ্গার পাশে বসলেন রোহিত।