সাকিবের রেকর্ডে ভাগ বসালেন রোস্টন চেজ

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ৪৪ ওভারে ১৭২ রানে ৫ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রোস্টন চেজ। চেজের ৫ উইকেট শিকারে ৯ উইকেটে ৪৬৯ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। এর মাধ্যমে ২০১০ সালের পর সফরকারী কোনো দলের স্পিনার ইংল্যান্ডের মাটিতে ৫ উইকেট শিকার করলেন।

সর্বশেষ এমন কীর্তি গড়েছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ২০১০ সালে ইংল্যান্ড বিপক্ষে ম্যানচেষ্টারে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন সাকিব। ওই ইনিংসে সাকিবের শিকার হয়েছিলেন- কেভিন পিটারসেন, ইয়ান বেল, ম্যাট প্রিয়র, আজমল শাহজাদ এবং স্টিভেন ফিন।

ক্রিকেটের অসাধারণ সব রেকর্ডে লেখা আছে সাকিবের নাম। ২০০০ সালের পর সাকিব-চেজ ছাড়া আর মাত্র ৩ জন স্পিনার ইংল্যান্ডের মাটিতে টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন। তারা হলেন- অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন, ইংল্যান্ডেরই গ্রায়েম সোয়ান ও ভারতের হরভজন সিং।