সম্ভাব্য সাংবাদিকদের জন্য শিশু ও নারী বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম প্রকল্প (৫ম পর্যায়) এর সম্ভাব্য সাংবাদিকদের জন্য শিশু ও নারী বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ (০৯-১০ জুন) শুরু হয়েছে।

বুধবার (০৯ জুন) পিআইবি সেমিনার রুমে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে দুই দিনব্যাপি (৯-১০ জুন) প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ. ই. মামুন।