সবুজ কয়রা মিশনে বৃক্ষরোপণ কর্মসূচি

নিতিশ সানা কয়রাঃ সবুজ কয়রা “সমৃদ্ধ বাংলাদেশ” গড়ার প্রত্যয় নিয়ে স্বাধীনতার ৪৯ বছর পূর্তিতে উপকূলীয় খুলনার কয়রায় বিভিন্ন প্রজাতির গাছের চারা উপজেলা  ব্যাপি তরুনদের হাতে হাতে।   ঘড়ির কাঁটায় যখন সাড়ে ১০টা ঠিক তখনি শুরু  হয় বৃক্ষ রোপনের মহাযজ্ঞ। রাস্তা-ঘাট, অলি-গোলি, স্কুল-কলেজ, মন্দির-মসজিদ সর্বত্রই শুধু গাছ আর গাছ।  ১১টা ১৯ বাজতেই শেষ হয় এই গাছ লাগানোর উৎসব। মাত্র ৪৯ মিনিটে   এতো অল্প সময়ে ৪৯ হাজার গাছ লাগিয়ে নজর কেড়েছে মানবকল্যান ইউনিট। এই প্রথম বার উপজেলার ৭টি ইউনিয়নে একই টাইমে গাছের চারা রোপন করা হয়েছে। তবে প্রচার প্রচারণা নয়,  উপকূলীয় অঞ্চলে পরিবেশের ভারসারম্য রক্ষায় বিভিন্ন সময়ে “প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা” পেতে মহাতি এ কাজের উদ্যোগ নিয়েছেন মানবকল্যান ইউনিট।গতকাল শুক্রবার ৪ সেপ্টেম্বর  সকাল সাড়ে ১০ টায় স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ ইউনিটের উদ্যোগে গ্রীভ বাংলাদেশ, বন্ধু ফাউন্ডেশন ও আমরাই বাংলাদেশের সহযোগীতায় কয়রা মদিনাবাদ সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের  মাঠে স্বাধীনতার ৪৯ বছর পূর্তী উপলক্ষে গাছের চারা রোপনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আকতারুজ্জামান বাবু।  এসময় উপস্থিত  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম বাহারুল ইসলাম,  জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, পাইকগাছা যুবলীগ নেতা আব্দুল্লাল আল মামুুুন, কয়রা  উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, মানব কল্যাণ ইউনিট এর সভাপতি আল আমিন ফরহাদ।